Praan Tumi Aar

প্রাণ, তুমি আর পথে এসো না
প্রাণ, তুমি আর পথে এসো না
(প্রাণ, তুমি আর পথে এসো না)
(প্রাণ, তুমি আর পথে এসো না)

শুধু দেখা দিবে বলে তা বোঝে না প্রাণ
দেখা দিবে (দেখা দিবে)
আজ তুমি যার বাসনা তাহার পুরাও পুরাও বাসনা

প্রাণ, তুমি আর পথে এসো না
(প্রাণ, তুমি আর পথে এসো না)

তোমা হতে, সখা, যা ছিল হবার
হয়ে গেছে প্রাণ সবই তো আমার
তোমা হতে, সখা, যা ছিল হবার
হয়ে গেছে প্রাণ সবই তো আমার

দেখা হলে জ্বলি, জ্বলে জ্বলে মরি
(দেখা হলে জ্বলি, জ্বলে জ্বলে মরি)
দেখা হলে জ্বলি, জ্বলে জ্বলে মরি
এ দেখা, হে সখা, দিয়ো না

প্রাণ, তুমি আর পথে এসো না
(প্রাণ, তুমি আর পথে এসো না)

অতীতে তোমায় দেখে আহ্লাদ
এখন, হে সখা, হরিষে বিষাদ
অতীতে তোমায় দেখে আহ্লাদ
এখন, হে সখা, হরিষে বিষাদ

এসো বসো বলা হলো এ কী দায়
(এসো বসো বলা হলো এ কী দায়)
এসো বসো বলা হলো এ কী দায়
পলকে সখা হে বলে দিবে তাই

প্রাণ, তুমি আর পথে এসো না
প্রাণ, তুমি আর পথে এসো না

অসময়ে কেন হেথায় এখন নবরঙ্গিণী দিবে ভর্ত্সন
নবরসে সেই নবরঙ্গিণী এখন তোমার প্রেমের অধিনী
আমায় যে জ্বালা দিয়েছ, হে প্রাণ
সে জ্বালা দিয়ো না তারে
সে জ্বালা দিয়ো না তারে
(সে জ্বালা দিয়ো না তারে)



Credits
Writer(s): Kabir Suman, Antony Firingi
Lyrics powered by www.musixmatch.com

Link