Agune Holo Agun Moi

আগুনে হল আগুনময়
জয় আগুনের জয়
জয় আগুনের জয়
আগুনে হল আগুনময়
মিথ্যা যত হৃদয় জুড়ে এইবেলা সব যাক
এইবেলা সব যাক না পুড়ে
মরণ-মাঝে তোর জীবনের হোক রে পরিচয়
জয় আগুনের জয়
জয় আগুনের জয়
আগুনে হল আগুনময়

আগুন এবার চলল রে সন্ধানে
কলঙ্ক তোর লুকিয়ে আছে প্রাণে
আগুন এবার চলল রে সন্ধানে
কলঙ্ক তোর লুকিয়ে আছে প্রাণে
আড়াল তোমার যাক রে ঘুচে
লজ্জা তোমার যাক
লজ্জা তোমার যাক রে মুছে
চিরদিনের মতো তোমার ছাই হয়ে যাক ভয়
জয় আগুনের জয়

জয় আগুনের জয়
আগুনে হল আগুনময়
জয় আগুনের জয়
জয় আগুনের জয়
আগুনে হল আগুনময়



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link