Gagane Gagane Dhay Haki

গগনে গগনে ধায় হাঁকি
বিদ্যুতবাণী বজ্রবাহিনী বৈশাখী
ধায় হাঁকি
গগনে গগনে ধায় হাঁকি
স্পর্ধাবেগের ছন্দ জাগায় বনস্পতির শাখাতে
ধায় হাঁকি

গগনে গগনে ধায় হাঁকি
বিদ্যুতবাণী বজ্রবাহিনী বৈশাখী
ধায় হাঁকি
গগনে গগনে ধায় হাঁকি

শূন্যমদের নেশায় মাতাল ধায় পাখি, ধায় পাখি
অলখ পথের ছন্দ উড়ায় মুক্তবেগের পাখাতে
যায় হাঁকি

গগনে গগনে ধায় হাঁকি

অন্তরতল মন্থন করো ছন্দে
সাদা-কালোর দ্বন্দ্বে
কভু ভালো কভু মন্দে
কভু সোজা কভু বাঁকাতে

অন্তরতল মন্থন করো ছন্দে
সাদা-কালোর দ্বন্দ্বে
কভু ভালো কভু মন্দে
কভু সোজা কভু বাঁকাতে

ছন্দ নাচিল হোমবহ্নির তরঙ্গে
ছন্দ নাচিল হোমবহ্নির তরঙ্গে
মুক্তিরণের যোদ্ধৃবীরের ভ্রুভঙ্গে
ছন্দ ছুটিল
ছন্দ ছুটিল প্রলয়পথের রুদ্ররথের চাকাতে
ধায় হাঁকি

গগনে গগনে ধায় হাঁকি
বিদ্যুতবাণী বজ্রবাহিনী বৈশাখী
ধায় হাঁকি
গগনে গগনে ধায় হাঁকি



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link