Sob Kaje Haat Lagai Mora

সব কাজে হাত লাগাই মোরা, সব কাজেই
বাধা বাঁধন নেই গো নেই
সব কাজে হাত লাগাই মোরা, সব কাজেই
বাধা বাঁধন নেই গো নেই
সব কাজে হাত লাগাই মোরা, সব কাজেই

দেখি খুঁজি বুঝি, কেবল ভাঙি গড়ি যুঝি
মোরা সব দেশেতেই বেড়াই ঘুরে সব সাজেই

বাধা বাঁধন নেই গো নেই
সব কাজে হাত লাগাই মোরা, সব কাজেই

পারি নাইবা পারি, নাহয় জিতি কিম্বা হারি
আমরা পারি নাইবা পারি, নাহয় জিতি কিম্বা হারি
যদি অমনিতে হাল ছাড়ি মরি সেই লাজেই
অমনিতে হাল ছাড়ি মরি সেই লাজেই
আপন হাতের জোরে আমরা তুলি সৃজন করে
আমরা প্রাণ দিয়ে ঘর বাঁধি, থাকি তার মাঝেই

বাধা বাঁধন নেই গো নেই
সব কাজে হাত লাগাই মোরা, সব কাজেই
বাধা বাঁধন নেই গো নেই
সব কাজে হাত লাগাই মোরা, সব কাজেই



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link