Tomar Kachhe Rabo

তোমার কাছে রবো দাওনি তো অধিকার
হারানো সুরে তাই দূরে আমি গেয়ে যাই এ গান আমার
তোমার কাছে রবো দাওনি তো অধিকার
হারানো সুরে তাই দূরে আমি গেয়ে যাই এ গান আমার

যে সুরের রেশ তবু আবেশ আনে
শেষের পরেই শুরু, মন যে জানে
যে সুরের রেশ তবু আবেশ আনে
শেষের পরেই শুরু, মন যে জানে

স্মরণের স্বরলিপি জীবনের ছেঁড়া তারে তোলে ঝংকার
এ গান আমার

তোমার কাছে রবো দাওনি তো অধিকার
হারানো সুরে তাই দূরে আমি গেয়ে যাই এ গান আমার

চোখের আড়ালে আছো, জানি না যে কত দূরে
তোমার আসন শূন্য আজও হৃদয়-আঙিনাজুড়ে
চোখের আড়ালে আছো, জানি না যে কত দূরে
তোমার আসন শূন্য আজও হৃদয়-আঙিনাজুড়ে

তোমায় চেয়েছি তাই আপন করে
কথার ভিড়ে কথা ভোলায় মোরে
তোমায় চেয়েছি তাই আপন করে
কথার ভিড়ে কথা ভোলায় মোরে

প্রেমের আঘাত ছাড়া ছন্দে বাজে কি তার মনবীণা
এ গান আমার

তোমার কাছে রবো দাওনি তো অধিকার
হারানো সুরে তাই দূরে আমি গেয়ে যাই এ গান আমার
তোমার কাছে রবো দাওনি তো অধিকার
হারানো সুরে তাই দূরে আমি গেয়ে যাই এ গান আমার



Credits
Writer(s): Ranjit Guha, Sufika Rahaman
Lyrics powered by www.musixmatch.com

Link