Jodio Rajani Pohalo

যদিও রজনী পোহালো তবুও
দিবস কেন যে এলো না, এলো না
যদিও রজনী পোহালো তবুও
দিবস কেন যে এলো না, এলো না
সজল মেঘের পরান ঝড়িয়া
বরিষণ কেন হলো না, হলো না
যদিও রজনী...

লোকে মরে কলঙ্কিনী নাম দিয়ে
বোঝে না তো কত জ্বালা মন নিয়ে
লোকে মরে কলঙ্কিনী নাম দিয়ে
বোঝে না তো কত জ্বালা মন নিয়ে

বলে বলুক লোকে মানি না, মানি না
কলঙ্ক আমার ভালো লাগে
বলে বলুক লোকে মানি না, মানি না
কলঙ্ক আমার ভালো লাগে
পিরিতি আগুনে জীবন সঁপিয়া
জ্বলে যাওয়া আজও হলো না, হলো না

যদিও রজনী পোহালো তবুও
দিবস কেন যে এলো না, এলো না
যদিও রজনী...

এমন পথ চলা ভালো লাগে না
এমন পথ চলা ভালো লাগে না
আমার অঙ্গ দোলে তরঙ্গে তরঙ্গে
কেউ না বাঁধে যদি পথ হারাবে নদী
ভালো লাগে না, লাগে না

ভালোবেসে মরি যদি, সেও ভালো
ঘর বেঁধে যদি মরি, আরও ভালো
ভালোবেসে মরি যদি, সেও ভালো
ঘর বেঁধে যদি মরি, আরও ভালো

এসো এসো হে বধূ জ্বলিতে জ্বলিতে
মরন আমার ভালো লাগে
এসো এসো হে বধূ জ্বলিতে জ্বলিতে
মরন আমার ভালো লাগে
কপালের লেখা সিঁদুরে ঢাকিয়া
পথ চাওয়া আজও হলো না, হলো না

যদিও রজনী পোহালো তবুও
দিবস কেন যে এলো না, এলো না
যদিও রজনী...



Credits
Writer(s): Mukul Dutta, Hemant Kumar Mukherjee
Lyrics powered by www.musixmatch.com

Link