Ekhono Kichhu

এখন ও কিছু
টান রয়ে গেছে
ফিরিয়ে নিতে চাই
তোমার কাছে
যায় যায় রে দিন বয়ে যায়
স্মৃতি কে মোছে না
দেখ এই হাত দু হাতে জড়িয়ে
কিছু ভালবাসা
আড়ালে দাড়িয়ে
এখন ও কিছু
টান রয়ে গেছে
যায় যায় রে দিন বয়ে যায়
স্মৃতি কেন মোছে না
চোখের তারায় যে
কথারা জ্বলে
পড়ে নেওয়া যেত
ফিরিয়ে তাকালে
এখন ও কিছু টান রয়ে ছেছে



Credits
Writer(s): Bhattacharya Amitava
Lyrics powered by www.musixmatch.com

Link