Surjo Rongeen

সূর্য রঙিন, তার পূর্বে
একবেলা দেরি করে ওঠে
ছায়া ফেলে সাদা, কালো, লালচে
মেঘ জমে থাকে তাঁর ঠোঁটে
কখনো উপচে পড়ে ধড়ফড়িয়ে প্রান
রাস্তা বদল করে হাওয়া

এ যেনো ছেলেখেলা, আলোচনা হতে দাও
যেই গলিতে গাড়ি ঢোকে না
এ যেনো মাজারি শহরে কিছু বাজারি গান
দু'কান আমার জানি শোনে না

ছাতা গুলো দোলে, ডানা মেলে রোদ
রোদে জামা ভেজে, পথে অবরোধ
নিচু বাড়িগুলো, খালি তোলে হাই
পিছু টানে পায়ে, আরো গতি চাই

আমিও জানি আমি গেঁথে গেছি আলপিনে
কত কি ছুটে চলে দু'পাশে
কখনো ভেবো বসে তুমি নিয়ে লোফালুফি
এ খেলা খেলে কার কি আসে

চোখে হাসি আর হাতে তালি থাক
ভাঙা বিকেলের কাছে ফেরা যাক
ঘন হতে থাকে মোহ হীনতা
কেটে যায় ঘোর বাড়ে দীনতা



Credits
Writer(s): Anupam Roy
Lyrics powered by www.musixmatch.com

Link