Jakhan Mayer Puja Kori

যখন মায়ের পূজা করি
শিবের কথা বলি না
ছল করে শিব মায়ের পায়ে
ছল করে শিব মায়ের পায়ে
আসলে মাথার গহনা
যখন মায়ের পূজা করি

জবা আর অপরাজিতা
মনে মেলায় মনের কথা
জবা আর অপরাজিতা
মনে মেলায় মনের কথা

একই মন্ত্রে আত্মাহুতি
শুরু শেষের ফুল খেলনা

যখন মায়ের পূজা করি
শিবের কথা বলি না
ছল করে শিব মায়ের পায়ে
ছল করে শিব মায়ের পায়ে
আসলে মাথার গহনা
যখন মায়ের পূজা করি

মায়ের সঙ্গে যুগে যুগে
থাকেন ভোলা আপন সুখে
মায়ের সঙ্গে যুগে যুগে
থাকেন ভোলা আপন সুখে

আকাশ-পাতাল খুঁজেও না পাই
এমন ভালোবাসার তুলনা

যখন মায়ের পূজা করি
শিবের কথা বলি না
ছল করে শিব মায়ের পায়ে
ছল করে শিব মায়ের পায়ে
আসলে মাথার গহনা
যখন মায়ের পূজা করি



Credits
Writer(s): Swagatalakshmi Dasgupta
Lyrics powered by www.musixmatch.com

Link