Chup Kore Bose Thako (From "Pratisruti")

চুপ করে বসে থাকো, নড়াচড়া কোরো না
এমন সারথি খুঁজে ভূ-ভারতে পাবে না
চুপ করে বসে থাকো, নড়াচড়া কোরো না
এমন সারথি খুঁজে ভূ-ভারতে পাবে না

ওগো ও সারথি তুমি
কেমন করে চালাও রথ আমার
বাবার দেওয়া প্রাণটা বুঝি যায়, যায়, যায়
ওহো নাবালিকা কন্যা তুমি
মোটরগাড়ির ব্যাপার ট্যাপার
কেমন করে বুঝবে বলো হায়, হায়, হায়

ওগো ও সারথি তুমি
কেমন করে চালাও রথ আমার
বাবার দেওয়া প্রাণটা বুঝি যায়, যায়, যায়

চুপ করে বসে থাকো, নড়াচড়া কোরো না
এমন সারথি খুঁজে ভূ-ভারতে পাবে না

ও পথটা নিও না, বড়ো বেশি ভাঙাচোরা
ও পথটা নিও না, বড়ো বেশি ভাঙাচোরা
তার ওপর চড়ে বেড়ায় মোটা গরু, বেঁটো ঘোড়া
মাঝে মাঝে শিং নেড়ে মোষেরা আসে তেড়ে
এইবেলা রথ যেন পথ বদলায়

চুপ করে বসে থাকো, নড়াচড়া কোরো না
এমন সারথি খুঁজে ভূ-ভারতে পাবেনা (ও বাবা)

এই তোরা নেমে একটু ঠেলে দে তো

এই গাড়িতে আর তুলো না, বসলেই কী-সব ফোটে
এই গাড়িতে আর তুলো না, বসলেই কী-সব ফোটে
তার ওপর বিদঘুটে বিদঘুটে কত কী যে আজ ওঠে
সোজা নেই কোনো চাকা, চলে তাই আঁকাবাঁকা
তার চেয়ে নামিয়ে গো দাও না আমায়

গেল, গে-গে-গে-গেল
গেল-গেল, গেল-গেল-গেল-গেল
চুপ করে বসে থাকো, ভয়টয় পেও না (ওরে বাবা)
কেনারামের গাড়ি এ যে
Break-এতে ধরে না (ধরে না?)
বাবা গো, gear-টাও নড়ে না (কী হবে?)
Steering কাটে না, কাটে না (ও বাবা)
Break fail, break fail



Credits
Writer(s): Pulak Banerjee, Hemant Kumar Mukherjee
Lyrics powered by www.musixmatch.com

Link