Ki Dibo Tomay

কী দিব তোমায়?
নয়নেতে অশ্রুধার
শোকে হিয়া জরজর হে

কী দিব তোমায়?
নয়নেতে অশ্রুধার
শোকে হিয়া জরজর হে
কী দিব?

দিয়ে যাব হে তোমারই পদতলে
আকুল এ হৃদয়ের ভার

কী দিব তোমায়?
নয়নেতে অশ্রুধার
শোকে হিয়া জরজর হে
কী দিব?



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link