Oi Asantaler

ওই আসনতলের
ওই আসনতলের মাটির 'পরে লুটিয়ে রব
ওই আসনতলের
ওই আসনতলের মাটির 'পরে লুটিয়ে রব
ওই আসনতলের
তোমার চরণ-ধুলায় ধুলায় ধূসর হব
ওই আসনতলের
ওই আসনতলের মাটির 'পরে লুটিয়ে রব
ওই আসনতলের

কেন আমায় মান দিয়ে আর দূরে রাখ?
কেন আমায় মান দিয়ে আর দূরে রাখ?
চিরজনম, ওহে চিরজনম এমন করে ভুলিয়ো নাকো
অসম্মানে আনো টেনে পায়ে তব
অসম্মানে আনো টেনে পায়ে তব
তোমার চরণ-ধুলায় ধুলায় ধূসর হব

ওই আসনতলের
ওই আসনতলের মাটির 'পরে লুটিয়ে রব
ওই আসনতলের

আমি তোমার যাত্রীদলের রব পিছে
আমি তোমার যাত্রীদলের রব পিছে
স্থান দিয়ো হে আমায়
স্থান দিয়ো হে আমায় তুমি সবার নীচে

প্রসাদ লাগি কতই লোকে আসে ধেয়ে
প্রসাদ লাগি কতই লোকে আসে ধেয়ে
আমি কিছু, ওহে আমি কিছু চাইব না তো রইব চেয়ে
সবার শেষে যা বাকি রয় তাহাই লব
সবার শেষে যা বাকি রয় তাহাই লব
তোমার চরণ-ধুলায় ধুলায় ধূসর হব

ওই আসনতলের
ওই আসনতলের মাটির 'পরে লুটিয়ে রব
ওই আসনতলের
ওই আসনতলের



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link