Kothao Amar Harie Jaoar Nei Mana

তেপান্তরের পাথার
পেরোই রূপ-কথার,
পথ ভুলে যাই দূর পারে
সেই চুপ-কথার–
তেপান্তরের পাথার
পেরোই রূপ-কথার,
পথ ভুলে যাই দূর পারে
সেই চুপ-কথার–
পারুলবনের চম্পারে মোর
হয় জানা মনে মনে ।।

কোথাও আমার হারিয়ে যাওয়ার
নেই মানা মনে মনে–
মেলে দিলেম গানের সুরের
এই ডানা মনে মনে ।।

সূর্য যখন অস্তে পড়ে ঢুলি,
মেঘে মেঘে আকাশ-কুসুম তুলি–
সূর্য যখন অস্তে পড়ে ঢুলি,
মেঘে মেঘে আকাশ-কুসুম তুলি ।।

সাত সাগরের ফেনায় ফেনায় মিশে
আমি যাই ভেসে দূর দিশে–
পরীর দেশের বন্ধ দুয়ার
দিই হানা মনে মনে ।।

কোথাও আমার হারিয়ে যাওয়ার
নেই মানা মনে মনে–
মেলে দিলেম গানের সুরের
এই ডানা মনে মনে ।।

কোথাও আমার হারিয়ে যাওয়ার
নেই মানা মনে মনে–
মেলে দিলেম গানের সুরের
এই ডানা মনে মনে ।।



Credits
Writer(s): Rabindranath Tagore, Neel Dutt
Lyrics powered by www.musixmatch.com

Link