Na Mele Na

না, মেলে না
না, না, মেলে না
ও, না, মেলে না
না, না, মেলে না
না, মেলে না
মূল্য বিনে এ জীবনে কিছুই মিলে না

এমন অনেক কিছু আছে আমাদের চারপাশে
মূল্য বিনে পাওয়া গেলেও লুকোনো দাম আছে
লোকসান অনেকেটাই বেশি, লাভ হবে না

না, মেলে না
না, না, মেলে না
না, মেলে না
মূল্য বিনে এ জীবনে কিছুই মিলে না

বিনামূল্যে oxygen বুকের খাঁচায় টেনে নেন
জানেন কী মূল্য দিলেন বাতাসের জন্য
ও, দূষিত বাতাস যেমন দূষিত সমাজ
সেই সমাজের নাগরিক, তাইতো আমরা পণ্য
দেখে যা মনে হয়, আসলে তা তো নয়
ঢাকের দামে আমাদের মনসা বিক্রি হয়
লোকসান অনেকেটাই বেশি, লাভ হবে না

না, মেলে না
না, মেলে না
না, মেলে না
মূল্য বিনে এ জীবনে কিছুই মিলে না

কিনতে হয় না ভালোবাসা
হৃদয়ে তার যাওয়া আসা
জানেন কী হবে এবার এর পরিণতি

Technically যদিও free
তাতে লাভটা হলো কী!
জ্বলে পুড়ে যাবে হৃদয়
কী হবে এর গতি?
বিনামূল্যে পাওয়া গেলেই
নাচি আমরা দু'হাত তুলেই
ভীষণ সেই পরণতির
যত কথা যাই ভুলে
শিক্ষিত মানুষ আমরা
শিক্ষা হবে না

না, মেলে না
না, না, মেলে না
না, মেলে না
মূল্য বিনে এ জীবনে কিছুই মিলে না

এমন অনেক কিছু আছে আমাদের চারপাশে
বিনামূল্যে পাওয়া গেলেও লুকোনো দাম আছে
লোকসান অনেকেটাই বেশি, লাভ হবে না

না, মেলে না
না, না, মেলে না
না, মেলে না
মূল্য বিনে এ জীবনে কিছুই মিলে না

يا حبيبي
يا حبيبي



Credits
Writer(s): Nilanjan Nandy
Lyrics powered by www.musixmatch.com

Link