Achhe Ki Mone

আছে কি মনে?
রবীন্দ্র সদনে দেখা হল একদিন
বর্ষবরণে, বর্ষবরণে
আছে কি মনে?

উৎসবে তুমি ছিলে মুগ্ধ শ্রোতা
কন্ঠে আমার ছিল ঝড়ো আকুলতা
তারি মাঝে সহসা যে ছন্দপতন খুব গোপনে

আছে কি মনে?

দৃষ্টিতে ছুঁয়ে গেলে চোখের পাতা
সে কথা আজও আছে অন্তরে গাঁথা
সভা শেষে অবশেষে সিক্ত নয়ন ভুল স্বপনে

আছে কি মনে?
রবীন্দ্র সদনে দেখা হলো একদিন
বর্ষবরণে, বর্ষবরণে
আছে কি মনে?



Credits
Writer(s): Nazrul Islam Babu
Lyrics powered by www.musixmatch.com

Link