Ghum Majhi Oi Haal Dhorechhe

ঘুমমাঝি ওই হাল ধরেছে ময়ূরপঙ্খী নায়
তাতে চড়ে খোকন আমার ঘুমের দেশে যায়
ঘুমমাঝি ওই হাল ধরেছে ময়ূরপঙ্খী নায়
তাতে চড়ে খোকন আমার ঘুমের দেশে যায়

তেপান্তরে ছুটবে এবার খোকার পক্ষীরাজ
দুষ্ট খোকন দস্যি খোকন হলো লক্ষ্মী আজ
তবে কি আজ যাবে খোকন নীল পরীদের গায়
ওই ময়ূরপঙ্খী নায়ে খোকন ঘুমের দেশে যায়

যদি কভু রাজার সাথে খোকার দেখা হয়
তখন দুয়োরানীর ছেলে দেবে কোন সে পরিচয়
রাজার ছেলে হয়েও খোকন রাজার ছেলে নয়

পথ চেয়ে যে বসে থাকে দুয়োরানী রোজ
তবু রাজা নেয় না এসে নিজের ছেলের খোঁজ
কে গো বোঝে দুয়োরানীর কী যে ব্যথা হয়
শুধু খোকন কে সে আগলে রাখে স্নেহের আঁচল ছায়

ঘুমমাঝি ওই হাল ধরেছে ময়ূরপঙ্খী নায়
তাতে চড়ে খোকন আমার ঘুমের দেশে যায়



Credits
Writer(s): Gouri Prasanna Majumdar, Amal Mukherjee
Lyrics powered by www.musixmatch.com

Link