Kono Ek Ulto Raja

কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে
কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে
চলে সব উল্টো পথে, উল্টো রথে, উল্টো বেশে
কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে
চলে সব উল্টো পথে, উল্টো রথে, উল্টো বেশে

সোজা পথ পড়ে পায়ে, সোজা পথে কেউ চলে না
সোজা পথ পড়ে পায়ে, সোজা পথে কেউ চলে না
বাঁকা পথ jam হরদম, জমজমাট ভিড় কমে না

কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে
কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে

একটু sharp কর voice-টা আমার
সে দেশে-
করে পাশ MA-BA কেরানির জীবনযাপন
ভুল বলছি? (না)
ছেলেমেয়েদের আমরা পড়াশোনা শেখানোর চেষ্টা করি
আপনারাও করছেন, কোনও লাভ হবে কি?
Ultimate তো সেই চাপরাশিই হবে

করে পাস MA-BA কেরানির জীবনযাপন
করে পাস MA-BA কেরানির জীবনযাপন
রাজনীতি করলে রে ভাই, deegre-'র কী প্রয়োজন?
জনগণ তুলে দেবে তোমার হাতেই দেশের শাসন

সে দেশে, সে দেশে
অর্থের কারচুপিতে সিদ্ধ যিনি-অর্থমন্ত্রী
দেশের শত্রুমাঝে প্রধান যিনি-প্রধানমন্ত্রী
সে দেশে
সে দেশে ধার করে ধার শোধে রাজা ধারের টাকা
সে দেশে ধার করে ভাই শোধে রাজা ধারের টাকা
মরে ভূত হলো মানুষ, লোক দেখানো বদ্যি ডাকা

কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে
কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে

সে দেশে-
অবহেলায়-
অবহেলায় যখন ফোকলা সংস্কৃতির মাঢ়ি
বিদেশি channel তখন পৌঁছে যে যায় বাড়িবাড়ি

না মানে এখন তো সবটাই বিজ্ঞাপন oriented
বিজ্ঞাপন আমাদের যা বোঝায়, আমরা তাই বুঝি
আর TV-'র চেয়ে ভালো বিজ্ঞাপন তো আর কেউ করতে পারে না
ওরাই করে যাচ্ছে সমস্ত
যা বোঝায় তাই বুঝি আমরা
দিনের মধ্যে ৫০-বার একটা জিনিস যদি আপনাকে
মিথ্যেটাকেও যদি আপনাকে বোঝানো হয়
আপনি- বিশ্বাস করতে বাধ্য যে হ্যাঁ, ওটাই সত্যি

শুধু বিজ্ঞাপন, শুধু বিজ্ঞাপন
এখন বিজ্ঞাপনের ঠেলায় সবকিছুরই বিজ্ঞাপন দেওয়া হচ্ছে
ইদানীংকালে দেখছিলাম আবার, 'स्वतंत्रता कि ५०बि साल' বলে একটা বিজ্ঞাপন চলছে
আজকাল স্বাধীনতার বিজ্ঞান প্রয়োজন হয়ে পড়েছে
নইলে ঠিক বোঝা যাচ্ছে না স্বাধীনতা খায় না মাথায় দেয়

এইসব হতে হতে, আমার মনে হয়
আগামী কিছুদিন বাদে আরেকটা নতুন বিজ্ঞাপন হবে
যেখানে একটু ওই আজকাল তো
এখন সব তো, এখন free চলছে না নানারকম?
এখন বলা হবে যে "बेहोनो और भाईयो, दिल थाम के बैठिए"
"और जाइए अपने सामने वाले दुकान पर"
"ऊहा आपको मिलेगा स्वतंत्रता"
"और एक स्वतंत्रता के साथ दो स्वतंत्रता मुफ्त"

অবহেলায়-
অবহেলায় যখন ফোকলা সংস্কৃতির মাঢ়ি
বিদেশি channel তখন পৌঁছে যে যায় বাড়িবাড়ি
আনন্দ, কী আনন্দ!
আনন্দ, কী আনন্দ!
আনন্দ, কী আনন্দ! এসে গেছে Coca-Cola
গেছে সব দেনার দায়ে, বাকি আছে কাপড় খোলা

পায় না খেতে
পায় না খেতে যারা গাইত খেয়াল, টপ্পা ঝানু
পায় না খেতে যারা গাইত খেয়াল, টপ্পা ঝানু
গেয়ে গান হচ্ছে ধনী রাম, শ্যাম আর কুমার পানু

কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে
কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে

সে দেশে-
পারে না ধরতে পুলিশ-
পারে না ধরতে পুলিশ সত্যি অপরাধী, যারা বাড়ছে সুখে
নিরীহ প্রেমিক-প্রেমিকাদের ধরে নিচ্ছে টাকা lake-এর ধারে পূজোর মুখে
এদিকে ধর্ম-
এদিকে ধর্ম-ধর্ম-ধর্ম নিয়ে চলছে বামাল
ধর্মকে তোয়াজ করে সব শালারাই সাদা বা লাল

রাজা দেয়-
রাজা দেয়, কী দেয় রাজা?
রাজা দেয় প্রতিশ্রুতি, "হ্যান करेगा, ত্যান करेगा"
রাজা দেয় প্রতিশ্রুতি, "হ্যান करेगा, ত্যান करेगा"
करेगा কচু, আসলে ব্যাটা পকেট भोरेगा

এ তো এক-
এ তো এক উল্টো দেশের গল্প শুনলে এতক্ষণ
যদি কেউ এমন দেশের সন্ধান পাও তখন
জানিয়ে দিয়ো-
জানিয়ে দিয়ো আমায়, বলব সেই দেশের কথা
ঠিকানা আমার- care of footpath
ঠিকানা আমার- care of footpath, নচিকেতা



Credits
Writer(s): Nachiketa Chakraborty
Lyrics powered by www.musixmatch.com

Link