O Raat Tumi Chale Jeo Na

তোমার কথা মনে করে পথে নেমেছি
সুর্যের কিরন বুকে বেধে হেটে চলেছি।

তুমি কভু ভুলে যেওনা এই আমায়।
জানো কি কতটা ভালোবাসি আমি তোমায়।।

এ জীবন ফুড়িয়ে যাবে তোমায় না পেলে
ভবলীলাসাঙ্গ হবে তুমি চলে গেলে।
স্বপ্নগুলো রয়ে যাবে কাগজের পাতায়
ইচ্ছেগুলো থেকে যাবে না পাওয়ার আশায়

তুমি কভু...।



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link