Kichhui To Holo Na

কিছুই তো হল না
কিছুই তো হল না
সেই সব, সেই সব
সেই হাহাকাররব
সেই অশ্রুবারিধারা
হৃদয়বেদনা
কিছুই তো হল না

কিছুতে মনের মাঝে শান্তি নাহি পাই
কিছুতে মনের মাঝে শান্তি নাহি পাই
কিছুই না পাইলাম যাহা কিছু চাই
ভালো তো গো বাসিলাম
ভালোবাসা পাইলাম
ভালো তো গো বাসিলাম
ভালোবাসা পাইলাম
এখনো তো ভালোবাসি
তবুও কী নাই

কিছুই তো হল না
সেই সব, সেই সব
সেই হাহাকাররব
সেই অশ্রুবারিধারা
হৃদয়বেদনা
কিছুই তো হল না
কিছুই তো হল না



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link