Aaj Milan Tithir Purnima Chand (From "Pratisodh")

আজ মিলনতিথির পূর্ণিমা
চাঁদ মোছায় অন্ধকার
আজ মিলনতিথির পূর্ণিমা
চাঁদ মোছায় অন্ধকার
ওরে গান গেয়ে যা
যা সুর দিয়ে যা
অনেক দিনের হারানো সুখ
পেলাম ঘরে আবার
মিলনতিথির পূর্ণিমা
চাঁদ মোছায় অন্ধকার

স্বলাজে নত আঁখি
দু'টি চোখ ভরে দেখি
স্বলাজে নত আঁখি
দু'টি চোখ ভরে দেখি
যে আঁখির তারায় তারায়
লেখা ছিল নামটি আমার
যে আঁখির তারায় তারায়
লেখা ছিল নামটি আমার

স্বপ্নের গাঁথা মালা
পরিয়ে দিলাম কন্ঠে যে তার
স্বপ্নের গাঁথা মালা
পরিয়ে দিলাম কন্ঠে যে তার
ওরে গান গেয়ে যা
যা সুর দিয়ে যা
অনেক দিনের হারানো সুখ
পেলাম ঘরে আবার

মিলনতিথির পূর্ণিমা
চাঁদ মোছায় অন্ধকার

হৃদয়ের এত আপন
যে ছিল সুদূর গোপন
হৃদয়ের এত আপন
যে ছিল সুদূর গোপন
সে এসে আজ সহসা
প্রাণের কূলে আনলো জোয়ার
সে এসে আজ সহসা
প্রাণের কূলে আনলো জোয়ার

কী ভাষায় বলবো তারে
তুমি আমার, আমি তোমার
কী ভাষায় বলবো তারে
তুমি আমার, আমি তোমার

ওরে গান গেয়ে যা
যা সুর দিয়ে যা



Credits
Writer(s): Pulak Banerjee, Ajoy Das
Lyrics powered by www.musixmatch.com

Link