Neel Rang Bhison Priyo

সেদিনও ছিল দুপুর এমন
ঝকঝকে রোদ অস্থির মন
আর ঘড়ির কাঁটায় তখন প্রশ্রয়

সেদিনের মত কলেজ-এর ক্লাস
শেষ হয়ে গেছে অবকাশ
পাওয়া গেছে ফের দেখার আকাশ নীলচে সময়

নীল রং ছিল ভীষণ প্রিয়
তাই সবকিছু নীলিয়ে দিও
মনে পরে কি সেদিন বলেছিলাম তোমায়

আজ নীল রং-এ মিশে গেছে লাল
আজ রং চিনে নেয়ার আকাল
নীল বাতাসেও বেনীল ভেজাল ভেসে বেড়ায়

আহ হা হা হা...
যেতে দাও সে দিনের মত
আহ হা হা হা...
পেতে দাও সে দিনের ক্ষত
আহ হা হা হা...
নীল শরীরে তোমায় ছোঁব
আহ হা হা হা...
নীল সাগরে ভাসিয়ে দেব
আহ হা হা হা...
যেখানে সব বেড়া ভেঙ্গে যায়
আহ হা হা হা...
সেই দূর পাহাড়ের নীলিমায়

শুনি আজও সেই দূরের তলব
বন্ধ ঘরে সেই পথের ঝলক
পথের সীমায় পাথর ফলক... দেয় ডাক

শুনি আজও সেই দূরের তলব
বন্ধ ঘরে সেই পথের ঝলক
পথের সীমায় পাথর ফলক... দেয় ডাক

ঝকঝকে রোদ এ কংক্রীট ভীড়
করে আসে ছায়া দেয় বাঁধে নীড়
অস্থির মন অজান্তে স্থির, বলে আজ থাক

নীল রং ছিল ভীষণ প্রিয়
তাই সবকিছু নীলিয়ে দিও
মনে পরে কি সেদিন বলেছিলাম তোমায়

আজ নীল রং-এ মিশে গেছে লাল
আজ রং চিনে নেয়ার আকাল
নীল বাতাসেও বেনীল ভেজাল ভেসে বেড়ায়

আহ হা হা হা...
যেতে দাও সে দিনের মত
আহ হা হা হা...
পেতে দাও সে দিনের ক্ষত
আহ হা হা হা...
নীল শরীরে তোমায় ছোঁব
আহ হা হা হা...
নীল সাগরে ভাসিয়ে দেব
আহ হা হা হা...
যেখানে সব বেড়া ভেঙ্গে যায়
আহ হা হা হা...
সেই দূর পাহাড়ের নীলিমায়

সেদিনও ছিল দুপুর এমন
ঝকঝকে রোদ অস্থির মন
আর ঘড়ির কাঁটায় তখন প্রশ্রয়



Credits
Writer(s): Rupam
Lyrics powered by www.musixmatch.com

Link