Ghum Machine

চশমা মুছছি সামলে, আর হাঁটি বৃষ্টি থামলে
থামলে, থামলে
ময়লা জামা গায়ে, কাদা উঠছে পায়ে-পায়ে
পায়ে-পায়ে, পায়ে-পায়ে

চশমা মুছছি সামলে, আর হাঁটি বৃষ্টি থামলে
থামলে, থামলে
ময়লা জামা গায়ে, কাদা উঠছে পায়ে পায়ে
পায়ে-পায়ে, পায়ে-পায়ে

কার মতো কে হয়?
বলো, কার মত কে হয়?

থেমে যাওয়া ঘুম machine আমার
আর কাজ করছে না
জেগে থাকা এক পোশাকের রাত
কোথাও আর যাচ্ছে না
আআআ

বাসন মাজার শব্দ করছে তোমায় জব্দ
জব্দ, জব্দ
নাম নিয়েছো ছদ্ম, তাই কলমে অবাধ্য
অবাধ্য, অবাধ্য

বাসন মাজার শব্দ করছে তোমায় জব্দ
জব্দ, জব্দ
নাম নিয়েছো ছদ্ম, তাই কলমে অবাধ্য
অবাধ্য, অবাধ্য

কার ভালো কে চায়?
বলো, কার ভালো কে যায়?

থেমে যাওয়া ঘুম machine আমার
আর কাজ করছে না
জেগে থাকে এক পোশাকের রাত
কোথাও আর যাচ্ছে না
আগুনের ফুলকি ছোঁয়া যায়
নিভে যেন নিভছে না
বেজে ওঠা দমকলে তোমার
লালগাড়ি আসছে না
আআআ

লা লালাল লা লাল লালা, লা লা লা
লা লালাল লা লাল লালা, লা লা লা
লা লালাল লা লাল লালা



Credits
Writer(s): Anupam Roy
Lyrics powered by www.musixmatch.com

Link