Mon Amaar

মন আমার
আমি অল্প জলে পা ডুবিয়েছি
মন আমার
আমি সারাবিকেল রোদ কুড়িয়েছি
মন আমার

এ পাথুরে জীবন
নদী খোঁজে সারাক্ষণ
আমি তোর পথে জোনাকি ছড়াতে চাই
মন আমার
আমি অল্প জলে পা ডুবিয়েছি

নির্জনতা এড়িয়ে যাচ্ছি
এক পা দু' পা করে মাপছি
ধোঁয়া ওঠা কাপের গায়ে
আলগা আঙুল ছুঁয়ে থাকছি

যেন থেমে যায়
খোলা আকাশে, আহত ঘুড়ির মতো
যেন থেমে যায়
ঠোঁটে কথা চেপে, না-শোনা গানের মতো

মন আমার
আমি অল্প জলে পা ডুবিয়েছি
মন আমার
আমি সারাবিকেল রোদ কুড়িয়েছি

দেখতে পাচ্ছি চোখ-দুটোতে
অনেক দূরের তাকিয়ে থাকা
মন-বোতলে অল্প অল্প
ইচ্ছে গুলো ঝাঁকিয়ে রাখা

যেন উড়ে যায়
যত চিঠি লেখা অচেনা পাখির ডানায়
যেন উড়ে যায়
সাদা পালকে পুষে রাখা ঘুম জানায়

মন আমার
আমি অল্প জলে পা ডুবিয়েছি
মন আমার
আমি সারাবিকেল রোদ কুড়িয়েছি
মন আমার

এ পাথুরে জীবন
নদী খোঁজে সারাক্ষণ
আমি তোর পথে জোনাকি ছড়াতে চাই
মন আমার



Credits
Writer(s): Anupam Roy
Lyrics powered by www.musixmatch.com

Link