Ei path jodi na sesh hoy

এই পথ যদি না শেষ হয় তবে কেমন হত তুমি বল তো
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হত তুমি বল তো
কোন রাখালের ওই ঘর ছাড়া বাঁশি তে
সবুজের ওই দোল দোল হাসিতে
মন আমার মিশে গেলে বেশ হয়
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়
তবে কেমন হত তুমি বল তো
নীল আকাশের ওই দুর সীমা ছাড়িয়ে
এই গান যেন যায় আজ হারিয়ে
প্রানে যদি এই গানের রেশ রয়
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়
তবে কেমন হত তুমি বল তো



Credits
Writer(s): Hemant Kumar Mukherjee, Gouri Prasanna Majumdar
Lyrics powered by www.musixmatch.com

Link