Dhusor Chul

হয়ত জানি না,
আমি এপাশ ফিরে শুলেও,
কেন থামতে পারি না,
এলোমেলো ভোর, আসা-যাওয়ার খবর
রাখতে পারিনি,
তোমার অসংলগ্ন বাক্যগুলো বুঝতে পারিনি, আমার ঘুম পেরোলে ছাদ
আজ অন্য কিছু বাদ,
এইতো কিছু বরফ হিসেব,
গলছে সময় যাচ্ছে মিশে,
অনেক রুমাল কান্না, তুমি ভিজলে না
হয়ত আবার পিছুটানে,
ঢাকছি আকাশ অন্যগানে,
উষ্ণ অনেক অনুভুতির আস্তানা!!
এই ধূসর চুল, আজও ভালো লাগে তোমায়
এই ধূসর চুল, গেছে সময় অবহেলায়
তবু যদি ঘরে ফেরা যায়, এই বেলায়!!
ফিরতে পারি না,
আমি অনেক রকম জড়িয়ে গেছি,
রাস্তা চিনি না!
এই অল্প আলোর দিন, বেশ থাক না গতিহীন এই আলোতেই চাই,
কাছ থেকে সব নাগাল পেলে,
দেখতে পাওয়া যায়,
হয়ত কাল পেরলেই শেষ, আর নেব ছদ্দবেশ!
এইতো কিছু বরফ হিসেব,
গলছে সময় যাচ্ছে মিশে,
অনেক রুমাল কান্না, তুমি ভিজলে না
হয়ত আবার পিছুটানে,
ঢাকছি আকাশ অন্যগানে,
উষ্ণ অনেক অনুভুতির আস্তানা!!
এই ধূসর চুল, আজও ভালো লাগে তোমায়
এই ধূসর চুল, গেছে সময় অবহেলায়
তবু যদি ঘরে ফেরা যায়, এইবেলায়!!
এই ধূসর চুল, আজও ভালো লাগে তোমায়
এই ধূসর চুল, গেছে সময় অবহেলায়
তবু যদি ঘরে ফেরা যায়, এইবেলায়!!



Credits
Writer(s): Anupam Roy, Goutam Ghosh
Lyrics powered by www.musixmatch.com

Link