Sohag Chand Badani Dhani - Original

সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি
সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি
বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি
বালা নাচো তো দেখি

সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি
সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি

নাচেন ভালো সুন্দরী যে বাঁধেন ভালো চুল
নাচেন ভালো সুন্দরী যে বাঁধেন ভালো চুল
হেলিয়া-দুলিয়া পরে নাগ কেশরের ফুল
বালা, হেলিয়া-দুলিয়া পরে নাগ কেশরের ফুল
বালা, নাগ কেশরের ফুল

সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি
সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি

রুনুর ঝুনুর নূপুর বাজে ঠুমক ঠুমক তালে
রুনুর ঝুনুর নূপুর বাজে
নয়নে নয়ন মিলিয়া গেল
শরমের রঙ লাগে গালে গো
শরমের রঙ লাগে গালে

যেমনি নাচে নাগর কানাই, তেমনি নাচেন রাই
যেমনি নাচে নাগর কানাই, তেমনি নাচেন রাই
নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই
একবার নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই
একবার, নাগর কানাই

সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি
সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি
বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি
বালা নাচো তো দেখি

সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি
সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি



Credits
Writer(s): Traditional, Jens Fischer, Saha Asim
Lyrics powered by www.musixmatch.com

Link