Bhalobasi Bhalobasi-Swagata

হৃদয়-পানে হৃদয় টানে
নয়ন-পানে নয়ন ছোটে
দুটি প্রাণীর কাহিনীটা
এইটুকু বৈ নয়কো মোটে
শুক্লসন্ধ্যা চৈত্র মাসে
হেনার গন্ধ হাওয়ায় ভাসে
আমার বাঁশি লুটায় ভূমে
তোমার কোলে ফুলের পুঁজি
তোমার আমার এই যে প্রণয়
নিতান্তই এ সোজাসুজি

বসন্তী-রঙ বসনখানি
নেশার মতো চক্ষে ধরে
তোমার গাঁথা যূথীর মালা
স্তুতির মতন বক্ষে পড়ে
একটু দেওয়া একটু রাখা
একটু প্রকাশ একটু ঢাকা
একটু হাসি একটু শরম
দুজনের এই বোঝাবুঝি
তোমার আমার এই যে প্রণয়
নিতান্তই এ সোজাসুজি

ভালোবাসি, ভালোবাসি
ভালোবাসি, ভালোবাসি
এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায়
বাজায় বাঁশি
ভালোবাসি, ভালোবাসি

আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে
দিগন্তে কার কালো আঁখি
আঁখির জলে যায় ভাসি
ভালোবাসি

ভালোবাসি, ভালোবাসি

সেই সুরে সাগরকূলে বাঁধন খুলে
অতল রোদন উঠে দুলে
সেই সুরে সাগর কূলে বাঁধন খুলে
অতল রোদন উঠে দুলে

সেই সুরে বাজে মনে অকারণে
ভুলে যাওয়া গানের বাণী
ভোলা দিনের কাঁদন
কাঁদন-হাসি
ভালোবাসি, ভালোবাসি

ভালোবাসি, ভালোবাসি
ভালোবাসি, ভালোবাসি
ভালোবাসি, ভালোবাসি



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link