Aasbo Aar Ekdin Aaj Jai

আজ যাই
আসব আরেকদিন, আজ যাই
আসব আরেকদিন, আজ যাই
ও, বোঁটা-ঝরা ফুলের যে কাজ তাই

আজ যাই, আজ যাই
আসব আরেকদিন, আজ যাই
ও, বোঁটা-ঝরা ফুলের যে কাজ তাই
আজ যাই, আজ যাই
আসব আরেকদিন, আজ যাই

ইচ্ছে তো করে মাঝে মাঝে এসে দেখা করি
কাঁটা গায়ে গায়ে, আমি যে ভয়ে কেঁপে মরি
ও, ইচ্ছে তো করে মাঝে মাঝে এসে দেখা করি
কাঁটা গায়ে গায়ে, আমি যে ভয়ে কেঁপে মরি
যাতে কেউ না বলে তোমার কোনো লাজ নাই

আজ যাই
ও, আসব আরেকদিন, আজ যাই
চোখগুলো সব ওই চারিদিকে পাহারাতে থাকে
কোথায় কখন যাই তার তো খবর ঠিকই রাখে
ও, চোখগুলো সব ওই চারিদিকে পাহারাতে থাকে
কোথায় কখন যাই তার তো খবর ঠিকই রাখে
হায়, বিফল যে হলো মিলনেরই সাজ তাই

আজ যাই
ও, আসব আরেকদিন, আজ যাই
বোঁটা-ঝরা ফুলের যে কাজ তাই
আজ যাই, আজ যাই
আসব আরেকদিন, আজ যাই



Credits
Writer(s): Rahul Dev Burman, Gouri Prasanna Majumdar
Lyrics powered by www.musixmatch.com

Link