Nitole Paye Rinik Jhinik

নিটোল পায়ে রিনিক-ঝিনিক
পায়েলখানি বাজে
মাদল বাজে সেই সঙ্গেতে
শ্যামা মেয়ে নাচে

নিটোল পায়ে রিনিক-ঝিনিক
পায়েলখানি বাজে
মাদল বাজে সেই সঙ্গেতে
শ্যামা মেয়ে নাচে
পাগলপারা চাঁদের আলো
নাচের তালে মেশে
নিটোল পায়ে রিনিক-ঝিনিক

চাঁদের আলোয় কালো কাঁকাল
নাচের তালে দোলে রে, আহা মরি
ঢলে ঢলে দোলে
যেন সাদা মেঘের কোলে
কালো তড়িৎ খেলে রে খেলে ওই
কি কৌতুকে খেলে
ঝলক ভরা দামিন সে যে
ঝিলিক মারে হেসে

নিটোল পায়ে রিনিক-ঝিনিক
পায়েলখানি বাজে
পাগলপারা চাঁদের আলো
নাচের তালে মেশে
নিটোল পায়ে রিনিক-ঝিনিক

কালো মেয়ের চপল বুকে
সঘন নিঃশ্বাস নাচেরে তারই তালে
বুকের মালা নাচে
থরে থরে ঝুমকা জবা
কবরীতে রাজে রে রাজে ওই
রঙে রঙে রাজে
শ্যামল বনভূমি শিহরে ওই
শ্যামের পরশে

নিটোল পায়ে রিনিক-ঝিনিক
পায়েলখানি বাজে
পাগলপারা চাঁদের আলো
নাচের তালে মেশে
নিটোল পায়ে রিনিক-ঝিনিক

মদির ভরা দুই নয়নে
নাচের তুফান জাগে রে বুঝি তাই
প্রেমের সাড়া জাগে
কটাক্ষেরই আঘাত হেনে
কালো নয়ন ডাকে রে মোরে ওই
ইশারাতে ডাকে
ঘায়েল হয়ে ফিরি আমি ওই
নয়নের তিয়াসে

নিটোল পায়ে রিনিক-ঝিনিক
পায়েলখানি বাজে
মাদল বাজে সেই সঙ্গেতে
শ্যামা মেয়ে নাচে
পাগলপারা চাঁদের আলো
নাচের তালে মেশে
নিটোল পায়ে রিনিক-ঝিনিক



Credits
Writer(s): Sachin Dev Burman, Meeera Deb Burman
Lyrics powered by www.musixmatch.com

Link