Pakhi Aaj Kon Sure Gaan Gaay - Original

পাখি আজ কোন সুরে গায়
বকুলের ঘুম ভেঙ্গে যায়
আজ কোনো কথা নয়
শুধু গান, আরো গান
আজ কোন কথা নয়
শুধু গান, আরো গান

তাই বুঝি দু'জনের মন
কত সুরে করে আলাপন
আজ কোনো কথা নয়
শুধু গান, আরো গান
আজ কোনো কথা নয়
শুধু গান, আরো গান

মধুমালতির বঁধু কই রে
এ ফাগুন হলো মধুময় রে
মধুমালতির বঁধু কই রে
এ ফাগুন হলো মধুময় রে

তাই বুঝি বাঁশি মোর
এত সুর খুঁজে পায়
পাখি আজ কোন সুরে গায়
বকুলের ঘুম ভেঙ্গে যায়

আজ কোনো কথা নয়
শুধু গান, আরো গান
আজ কোনো কথা নয়
শুধু গান, আরো গান

কেন যে আজ কে জানে রে
জীবন ভরে ওঠে গানে রে
কেন যে আজ কে জানে রে
জীবন ভরে ওঠে গানে রে

প্রাণে মোর এ কী সাড়া পাই রে
জানি না তো কী যে আমি চাই রে
স্বপ্নের এ কী মায়া জাগে মোর আঁখি ছায়

পাখি আজ কোন সুরে গায়
বকুলের ঘুম ভেঙ্গে যায়
আজ কোনো কথা নয়
শুধু গান, আরো গান
আজ কোনো কথা নয়
শুধু গান, আরো গান

তাই বুঝি দু'জনের মন
কত সুরে করে আলাপন
আজ কোনো কথা নয়
শুধু গান, আরো গান
আজ কোনো কথা নয়
শুধু গান, আরো গান



Credits
Writer(s): Satinath Mukherjee, Gouri Prasanna Majumdar
Lyrics powered by www.musixmatch.com

Link