Nei Sei Purnima Raat

নেই সেই পুর্নিমা রাত
ছায়া ছায়া এই আঁধারে
শুধু ঘুম ঘুম বাতাসে
যেন সেই সুর খোঁজে তারে

নেই সেই পুর্নিমা রাত
ছায়া ছায়া এই আঁধারে
শুধু ঘুম ঘুম বাতাসে
যেন সেই সুর খোঁজে তারে

আর সয় না যে অভিশাপ এ
তবে কিছু থেকে মুক্তি এ নে
কী পেয়েছি, পাইনি হায় কে তার
হিসাব মিলাতে পারে
শুধু ঘুম ঘুম বাতাসে
যেন সেই সুর খোঁজে তারে

নেই সেই পুর্নিমা রাত
ছায়া ছায়া এই আঁধারে
শুধু ঘুম ঘুম বাতাসে
যেন সেই সুর খোঁজে তারে

সেদিনের আলো আর সেই গান
আজ হয়ে গেছে তৃষিত পাষাণ
ঐ নীরবে কাঁদে যে হায় শিশু
কে দেবে ভাষা আজ তারে?
শুধু ঘুম ঘুম বাতাসে
যেন সেই সুর খোঁজে তারে

নেই সেই পুর্নিমা রাত
ছায়া ছায়া এই আঁধারে
শুধু ঘুম ঘুম বাতাসে
যেন সেই সুর খোঁজে তারে



Credits
Writer(s): Shyamal Mitra, Gouri Prasanna Majumdar
Lyrics powered by www.musixmatch.com

Link