Jakhan Chand Ghumabe

যখন চাঁদ ঘুমাবে, রাত ঘুমাবে, ঘুমাবে ঐ নদী
সেই তন্দ্রাময়ী রাতে আমি ঘুমিয়ে পড়ি যদি
তখন আমার সে ঘুম ভাঙিয়ে দিতে তুমি এসে ডেকো
যখন চাঁদ ঘুমাবে, রাত ঘুমাবে, ঘুমাবে ঐ নদী

যদি মৌন রাতের তারারা আর নাইবা কথা কয়
যদি আমার দুটি নয়ন ছেয়ে মধুর স্বপন রয়
আর এমনি রাতেই সুরের মায়া ঢেলে তুমি আমার হয়ে থেকো
তখন আমার সে ঘুম ভাঙিয়ে দিতে তুমি এসে ডেকো
যখন চাঁদ ঘুমাবে, রাত ঘুমাবে, ঘুমাবে ঐ নদী

যখন শিশির পাতায় পাতায় ঝড়বে
তখন কি আর আমায় মনে পড়বে?
কেমন করে থাকবে তখন দূরে
বলো থাকবে তুমি দূরে

যদি জোনাক বধূ ছড়ায় সোনা আঁধার বনের ফাঁকে
যদি ফুলের বুকে এরা তখন তোমার ছবি আঁকে
আর এমনি রাতে যদি কিছু বলি তবে সেই কথাটি রেখো
তখন আমার সে ঘুম ভাঙিয়ে দিতে তুমি এসে ডেকো
যখন চাঁদ ঘুমাবে, রাত ঘুমাবে, ঘুমাবে ঐ নদী



Credits
Writer(s): Prabir Mazumder
Lyrics powered by www.musixmatch.com

Link