Amar Nayan Tabo Nayaner Nibir Chhaya - Original

আমার নয়ন
তব নয়নের নিবিড় ছায়ায়
মনের কথার কুসুমকোরক খোঁজে
সেথায় কখন অগম গোপন গহন মায়ায়
পথ হারাইল ও যে
আমার নয়ন

আতুর দিঠিতে শুধায় সে নীরবেরে
নিভৃত বাণীর সন্ধান নাই যে রে
অজানার মাঝে অবুঝের মতো ফেরে
অশ্রুধারায় মজে

আমার নয়ন

আমার হৃদয়ে
যে কথা লুকানো তার আভাষণ
ফেলে কভু ছায়া তোমার হৃদয়তলে
দুয়ারে এঁকেছি রক্ত রেখায় পদ্ম-আসন
সে তোমারে কিছু বলে
তোমার হৃদয়তলে

তব কুঞ্জের পথ দিয়ে যেতে যেতে
বাতাসে বাতাসে
ব্যথা দিই মোর পেতে
বাতাসে বাতাসে
ব্যথা দিই মোর পেতে
বাঁশি কী আশায় ভাষা দেয় আকাশেতে
সে কি কেহ নাহি বোঝে

আমার নয়ন
তব নয়নের নিবিড় ছায়ায়
মনের কথার কুসুমকোরক খোঁজে
আমার নয়ন



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link