Aai Re Mora Fashal Kati

আয় রে মোরা ফসল কাটি
ফসল কাটি, ফসল কাটি
আয় রে মোরা ফসল কাটি
ফসল কাটি, ফসল কাটি
আয় রে মোরা ফসল কাটি
ফসল কাটি, ফসল কাটি
আয় রে মোরা ফসল কাটি
ফসল কাটি, ফসল কাটি

মাঠ আমাদের মিতা
মাঠ আমাদের মিতা ওরে
আজ তারি সওগাতে
মোদের ঘরের আঙন
মোদের ঘরের আঙন সারা বছর ভরবে দিনে রাতে
মোদের ঘরের আঙন

মোরা নেব তারি দান
তাই যে কাটি ধান
নেব তারি দান
তাই যে কাটি ধান
তাই যে গাহি গান
তাই যে সুখে খাটি

মোরা ফসল কাটি
ফসল কাটি, ফসল কাটি
আয় রে মোরা ফসল কাটি
ফসল কাটি, ফসল কাটি

বাদল এসে রচেছিল ছায়ার মায়াঘর
রোদ এসেছে সোনার জাদুকর
ও সে সোনার জাদুকর
বাদল এসে রচেছিল ছায়ার মায়াঘর
রোদ এসেছে সোনার জাদুকর
ও সে সোনার জাদুকর

শ্যামে সোনায় মিলন
শ্যামে সোনায় মিলন হল
মোদের মাঠের মাঝে
মোদের ভালোবাসার মাটি
মোদের ভালোবাসার মাটি যে তাই
সাজল এমন সাজে
মোদের ভালোবাসার মাটি

মোরা নেব তারি দান
তাই যে কাটি ধান
নেব তারি দান
তাই যে কাটি ধান
তাই যে গাহি গান
তাই যে সুখে খাটি

মোরা ফসল কাটি
ফসল কাটি, ফসল কাটি
আয় রে মোরা ফসল কাটি
ফসল কাটি, ফসল কাটি
আয় রে মোরা ফসল কাটি
ফসল কাটি, ফসল কাটি



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link