Raja Ranir Bhalo Hok

যেখানে সে নেই, এমন গল্প বল
ধুয়ে যায় সময়, কি নোনা সে জল
যে রূপকথায় কাঁদে চোখ
সে রাজা রাণীর ভালো হোক

যেখানে সে নেই, এমন গল্প বল
ধুয়ে যায় সময়, কি নোনা সে জল
যে রূপকথায় কাঁদে চোখ
সে রাজা রাণীর ভালো হোক

জানলা খুলে দিই, বৃষ্টি ঢুকে আসুক
ও কান্না চিবুকের গন্ধ ভালোবাসুক
যেন কেউ যায় না ফিরে
মনকে রেখে শরীরে

যেখানে সে নেই, এমন গল্প বল
ধুয়ে যায় সময়, কি নোনা সে জল
যে রূপকথায় কাঁদে চোখ
সে রাজা রাণীর ভালো হোক

দু'চোখ থেকে যায় একলা কোনো বাঁকে
ও পৌঁছে রাস্তার নাম কে মনে রাখে
জানি কেউ আসবে না আর
দরজায় শব্দ হাওয়ার

যেখানে সে নেই, এমন গল্প বল
ধুয়ে যায় সময়, কি নোনা সে জল
যে রূপকথায় কাঁদে চোখ
সে রাজা রাণীর ভালো হোক

যেখানে সে নেই, এমন গল্প বল
ধুয়ে যায় সময়, কি নোনা সে জল
যে রূপকথায় কাঁদে চোখ
সে রাজা রাণীর ভালো হোক



Credits
Writer(s): Indraadip Dasgupta
Lyrics powered by www.musixmatch.com

Link