Sokhi Bohey Gelo Bela

সখী, বহে গেল বেলা, শুধু হাসিখেলা
এ কি আর ভালো লাগে
সখী, বহে গেল বেলা

আকুল তিয়াষ, প্রেমের পিয়াস
প্রাণে কেন নাহি জাগে

সখী, বহে গেল বেলা, শুধু হাসিখেলা
এ কি আর ভালো লাগে
সখী, বহে গেল বেলা

কবে আর হবে থাকিতে জীবন
আঁখিতে আঁখিতে মদির মিলন
কবে আর হবে থাকিতে জীবন
আঁখিতে আঁখিতে মদির মিলন

মধুর হুতাশে মধুর দহন
নিতি-নব অনুরাগে

সখী, বহে গেল বেলা, শুধু হাসিখেলা
এ কি আর ভালো লাগে
সখী, বহে গেল বেলা

তরল কোমল নয়নের জল
নয়নে উঠিবে ভাসি
সখী, সে বিষাদনীরে নিবে যাবে ধীরে
প্রখর চপল হাসি
সখী, তরল কোমল নয়নের জল

উদাস নিশ্বাস আকুলি উঠিবে
আশা-নিরাশায় পরান টুটিবে
উদাস নিশ্বাস আকুলি উঠিবে
আশা-নিরাশায় পরান টুটিবে

মরমের আলো কপোলে ফুটিবে
শরম-অরুণরাগে

সখী, বহে গেল বেলা, শুধু হাসিখেলা
এ কি আর ভালো লাগে
সখী, বহে গেল বেলা

আকুল তিয়াষ, প্রেমের পিয়াস
প্রাণে কেন নাহি জাগে

সখী, বহে গেল বেলা, শুধু হাসিখেলা
এ কি আর ভালো লাগে
সখী, বহে গেল বেলা



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link