Pitchgala Rastay - Female Version

পীচগলা রাস্তায় একলা দুপুর
বুক গলা জ্বলে তুই হারাবি সুখ,
ডুবুরীর মত আমি জলে ডুব দেবো না...
খুঁজবোনা আমি তোকে,
তোকে খুঁজবোনা!
পীচগলা রাস্তায় একলা দুপুর।

তেলচিটে বিকেল
হাজেরার মোড়,
সন্ধ্যের ফুচকা...
আজ অচেনা শহর!
কেসিসিডির বুদবুদ কফির ফেনা,
লুকাবেনা ফুসফুস সাহসী ধোঁয়া...
খুঁজবোনা আমি তোকে,
তোকে খুঁজবোনা!
পীচগলা রাস্তায় একলা দুপুর
বুক গলা জ্বলে তুই হারাবি সুখ,
ডুবুরীর মত আমি জলে ডুব দেবো না...
খুঁজবোনা আমি তোকে,
তোকে খুঁজবোনা!

মাঝরাতে লংড্রাইভ নিশাচর ধাবা,
উদ্দাম জীবন
বুক তবু ফাঁকা...
এলোমেলো খুঁজে ফেরা গলির নিয়ম!
জানলায় তোর মুখ স্বপ্ন যেমন।
ধরলেও কেনো তোকে,
তোকে ধরা যায়না...
পীচগলা রাস্তায় একলা দুপুর
বুক গলা জ্বলে তুই হারাবি সুখ,
ডুবুরীর মত আমি জলে ডুব দেবো না... না না না
খুঁজবোনা আমি তোকে,
তোকে খুঁজবোনা!
না.না.না.রা.রা.না...



Credits
Writer(s): Suchandra Chowdhury, Joy Sarkar
Lyrics powered by www.musixmatch.com

Link