Tomake Harabo Je

তোমাকে হারাবো যে
তোমাকে হারাবো যে
সেই ভাবনায় বুকের ভিতর
ঢেউ তুলেছে উজান বায়ে
নষ্ট চাঁদে অষ্টপ্রহর

তোমাকে হারাবো যে
সেই ভাবনায় নিজেই হারাই
তোমাকে হারাবো যে
সেই ভাবনায় নিজেই হারাই

থাক না বাঁধা ওদের জীবন
থাক না বাঁধা ওদের জীবন
আমার মনের ঘড়ির কাঁটায়
মাঝি আজ পাল তুলেছে
ফিরতি পথে জোয়ার ভাঁটায়
মাঝি আজ পাল তুলেছে
ফিরতি পথে জোয়ার ভাঁটায়

মাঝিকে হারাবো যে
সেই ভাবনায় নিজেই হারাই
তোমাকে হারাবো যে
সেই ভাবনায় নিজেই হারাই

যাও যদি চাও অন্ধকারে
যাও যদি চাও অন্ধকারে
খুঁজে পেতে আপনারে
কে বাজায় গোঠের বাঁশি
হায় তোরা কেউ জানলি নারে
কে বাজায় গোঠের বাঁশি
হায় তোরা কেউ জানলি নারে

রাধাকে হারাবো যে
সেই ভাবনায় নিজেই হারাই
তোমাকে হারাবো যে
সেই ভাবনায় নিজেই হারাই



Credits
Writer(s): Arka Sinha, Shibasish Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link