Ami Miss Calcutta

আমি মিস ক্যালকাটা চাই না দিতে টিপস
এখনো তো কেউ জানে না আমার স্ট্যাটিসটিকস
আমি মিস ক্যালকাটা নাইনটিন সেভেনটি সিক্স
আমি মিস ক্যালকাটা চাই না দিতে টিপস
এখনো তো কেউ জানেনা আমার স্ট্যাটিসটিকস
আমি মিস ক্যালকাটা নাইনটিন সেভেনটি সিক্স

আমি হরিয়ানা থেকে মেলে ডানা
হয়ে চন্ডীগড়ের রাণী
উড়ে এসে জুড়ে বসি
খেতে বড় ভালোবাসি বাংলাদেশের পানি
হরিয়ানা থেকে মেলে ডানা
হয়ে চন্ডীগড়ের রাণী
উড়ে এসে জুড়ে বসি
খেতে বড় ভালোবাসি বাংলাদেশের পানি
ইডলি ধোসা সম্বরম রান্নাতে আমি উত্তমম
ইডলি ধোসা সম্বরম রান্নাতে আমি উত্তমম
আমায় যে দেখেছে সেই বলে ফেঁসেছি
আমি পাটনাকে কানা করে এসেছি

আমি মিস ক্যালকাটা চাই না দিতে টিপস
এখনো তো কেউ জানে না আমার স্ট্যাটিসটিকস
আমি মিস ক্যালকাটা নাইনটিন সেভেনটি সিক্স

যদি কেউ সাধু সেজে হয় আসলে ভণ্ড নকল
আমরা সবাই যে তার মুন্ডু নিয়ে খেলবো ফুটবল
ভালোবেসে সকলে রেখে দিই দখলে
ভালোবেসে সকলে রেখে দিই দখলে
বেগুন, কচু পোড়া

আমি মিস ক্যালকাটা চাই না দিতে টিপস
এখনো তো কেউ জানে না আছে কত ট্রিক্স
আমি মিস ক্যালকাটা নাইনটিন সেভেনটি সিক্স



Credits
Writer(s): Sudhin Dasgupta, Pulak Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link