Prithibi Takiye Dekho

পৃথিবী, তাকিয়ে দেখো
আমরা দু'জন কত সুখী
পৃথিবী, তাকিয়ে দেখো
আমরা দু'জন কত সুখী

সূর্য, তাকাও, আলো ছড়াও
মেঘের ফাঁকে দিও না উঁকি

পৃথিবী, তাকিয়ে দেখো
আমরা দু'জন কত সুখী

সংশয়-সন্দেহ জয় করে
প্রত্যাশী হৃদয়ের পথ ধরে
সংশয়-সন্দেহ জয় করে
প্রত্যাশী হৃদয়ের পথ ধরে
তারা আজ এক হলো অন্তরে
দাঁড়ালো সত্যের মুখোমুখি

সূর্য, তাকাও, আলো ছড়াও
মেঘের ফাঁকে দিও না উঁকি

পৃথিবী, তাকিয়ে দেখো
আমরা দু'জন কত সুখী

সামনে এলাম, সামনে এসো
এই এগিয়ে আসার মনকে পেলাম
তাই সামনে এলাম

সব বাধা-বন্ধন যাক সরে
সব পিছুডাক পিছে থাক পড়ে
সব বাধা-বন্ধন যাক সরে
সব পিছুডাক পিছে থাক পড়ে
দুরন্ত স্বপ্নের পথ ধরে
জীবনে নিলো কারা হাজার ঝুঁকি

সূর্য, তাকাও, আলো ছড়াও
মেঘের ফাঁকে দিও না উঁকি

পৃথিবী, তাকিয়ে দেখো
আমরা দু'জন কত সুখী

পৃথিবী...



Credits
Writer(s): Abhijit Banerjee, Pulak Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link