Sonar Tari

গগনে গরজে মেঘ, ঘন বরষা
কূলে একা বসে আছি, নাহি ভরসা
রাশি রাশি ভারা ভারা
ধান-কাটা হল সারা
ভরা নদী ক্ষুরধারা
খরপরশা
কাটিতে কাটিতে ধান এল বরষা

একখানি ছোটো খেত, আমি একেলা
চারি দিকে বাঁকা জল করিছে খেলা
পরপারে দেখি আঁকা
তরুছায়ামসী-মাখা
গ্রামখানি মেঘে ঢাকা
প্রভাতবেলা
এপারেতে ছোটো খেত, আমি একেলা

গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে
দেখে যেন মনে হয়, চিনি উহারে
ভরা পালে চলে যায়
কোনো দিকে নাহি চায়
ঢেউগুলি নিরুপায়
ভাঙে দু ধারে
দেখে যেন মনে হয় চিনি উহারে

ওগো, তুমি কোথা যাও কোন্ বিদেশে
বারেক ভিড়াও তরী কূলেতে এসে
যেয়ো যেথা যেতে চাও
যারে খুশি তারে দাও
শুধু তুমি নিয়ে যাও
ক্ষণিক হেসে
আমার সোনার ধান কূলেতে এসে

যত চাও তত লও তরণী-পরে
আরো আছে? আর নাই, দিয়েছি ভরে
এতকাল নদীকূলে
যাহা লয়ে ছিনু ভুলে
সকলি দিলাম তুলে
থরে বিথরে
এখন আমারে লহো করুণা করে
ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোটো সে তরী
আমারি সোনার ধানে গিয়েছে ভরি



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link