Paathyeo Kichhu Nei

পাথেয় কিছুই নেই, পথ তবু আছে
সেই পথ ধরে আমি যাবো কার কাছে?
পিছনের পথে ওই শুধু ধূলি ওড়ে
লাভ নেই কী পেলাম সে হিসাব করে
কে যেন গো ডেকে বলে, "ভুলে যেয়ো সবই"
ও প্রিয় বান্ধবী, হে প্রিয় বান্ধবী

পথে যার ঠাঁই, তার ঘরে কেন থাকা?
ঘরভাঙা নৌকাকে নিচে বেঁধে রাখা?
কি জানো গো, একে বলে প্রেম ভালোবাসা?
হায়, সে তো শুধু জলছবি
হে প্রিয় বান্ধবী, হে প্রিয় বান্ধবী

জাহাজের মাস্তুল ভেঙে পড়ে আছে
ঝড়ে ওড়া পাখি ঠাঁই পাবে কার কাছে?
ঝড়ের ঝাপটা লেগে দিশাহারা হয়ে
গান যেন ভুলে গেছে কবি
হে প্রিয় বান্ধবী, হে প্রিয় বান্ধবী



Credits
Writer(s): Nachiketa Ghosh, Gouri Prasanna Majumdar
Lyrics powered by www.musixmatch.com

Link