Lajjay Tharo Tharo Drishti

লজ্জায় থর থর থর থর দৃষ্টি
মিষ্টি গো, মিষ্টি গো
সন্ধ্যায় ঝড়ো ঝড়ো ঝড়ো ঝড়ো বৃষ্টি
মিষ্টি গো, মিষ্টি গো
এ মায়া, এ আলোছায়া
জানি না কেমনে হয় সৃষ্টি
লজ্জায় থর থর থর থর দৃষ্টি
মিষ্টি গো, মিষ্টি গো
সন্ধ্যায় ঝড়ো ঝড়ো ঝড়ো ঝড়ো বৃষ্টি
মিষ্টি গো, মিষ্টি গো

ঝিলিমিলি ঝিলিমিলি বকুলেরা ঝরে পড়ে
টুপ-টাপ টুপ-টাপ
নিরিবিলি এ লগনে একা একা ভাবে মন
চুপচাপ চুপচাপ
এ আশায়, এ ভালোবাসায়
জানি না কেমনে হয় সৃষ্টি

লজ্জায় থর থর থর থর দৃষ্টি
মিষ্টি গো, মিষ্টি গো
সন্ধ্যায় ঝড়ো ঝড়ো ঝড়ো ঝড়ো বৃষ্টি
মিষ্টি গো, মিষ্টি গো

স্বপ্নের কিছু কথা, কিছু কিছু কাব্য
ভাগ্য কি, ভাগ্য কি
ছন্দেতে কি বলা, কিছু কিছু শ্রাব্য
ভাববো কি, ভাববো কি

ঝিরিঝিরি ঝাউ বনে বাতাসের ঝুনঝুন
ঝুনঝুন, ঝুনঝুন
শিরিশিরি কুঞ্জেতে ভ্রমরার দুষ্টুমি
গুনগুন, গুনগুন
এ কথা, এ চপলতা
জানি না কেমনে হয় সৃষ্টি

লজ্জায় থর থর থর থর দৃষ্টি
মিষ্টি গো, মিষ্টি গো
সন্ধ্যায় ঝড়ো ঝড়ো ঝড়ো ঝড়ো বৃষ্টি
মিষ্টি গো, মিষ্টি গো
লজ্জায় থর থর থর থর দৃষ্টি
মিষ্টি গো, মিষ্টি গো
সন্ধ্যায় ঝড়ো ঝড়ো ঝড়ো ঝড়ো বৃষ্টি
মিষ্টি গো, মিষ্টি গো



Credits
Writer(s): Pulak Banerjee, Rajen Sarkar
Lyrics powered by www.musixmatch.com

Link