Sahare Sabi Bikay

শহরে সবই বিকায়
শহরে সবই বিকায়
লজ্জা, শরম, ইমান, ধরম
এই লজ্জা, শরম, ইমান, ধরম
বেচলে তারও দাম পাওয়া যায়
শহরে সবই বিকায়
শহরে সবই বিকায়

মণি-মানিক, মাটি, পাথর
যা চাও পাবে সুধা-জহর
শুধু একটু দরদ বিনে
এই মরুতে হৃদয় শুকায়
লজ্জা, শরম, ইমান, ধরম
এই লজ্জা, শরম, ইমান, ধরম
বেচলে তারও দাম পাওয়া যায়

শহরে সবই বিকায়
শহরে সবই বিকায়

অনেক কিছু করো ফেরি, ফেরিওয়ালা
অনেক কিছু করো ফেরি, ফেরিওয়ালা
সেই চাবি কি দিতে পারো খুলবে যাতে
ও ভাই, খুলবে যাতে বুকের তালা
আহা, ফেরিওয়ালা
ও ভাই, ফেরিওয়ালা

বন্ধ বুকের দুয়ার পাশে
ঘুরে বেড়াই মিথ্যা আশে
চিচিং ফাঁক যা ঘুচায় বাধা
সে মন্ত্র হায় কেইবা শিখায়
লজ্জা, শরম, ইমান, ধরম
এই লজ্জা, শরম, ইমান, ধরম
বেচলে তারও দাম পাওয়া যায়

শহরে সবই বিকায়
শহরে সবই বিকায়

শহরে সবই বিকায়
শহরে সবই বিকায়



Credits
Writer(s): Nachiketa Ghosh, Premendra Mitra
Lyrics powered by www.musixmatch.com

Link