Bikeler Shesh Aalo

বিকেলের শেষ আলো একটু থাকো
গোধূলির ছায়া ফেলে যেয়ো নাকো
ও ও রাত যেন ছুটি নেয়
তোমার আলোয়
তাই বাসি ভালো
সোনার আলো
বিকেলের শেষ আলো একটু থাকো
গোধূলির ছায়া ফেলে যেয়ো নাকো
ও ও রাত যেন ছুটি নেয়
তোমার আলোয়
তাই বাসি ভালো
সোনার আলো
আমাদের পৃথিবীর অন্য পাশে
রাতের আড়ালে রোদ লুকিয়ে হাসে
আমাদের পৃথিবীর অন্য পাশে
রাতের আড়ালে রোদ লুকিয়ে হাসে
কখন আবার ভোরে ভালো করে
কালো রাত ছুটি নিবে নীলাকাশে
বিকেলের শেষ আলো একটু থাকো
গোধূলির ছায়া ফেলে যেয়ো নাকো
ও ও রাত যেন ছুটি নেয়
তোমার আলোয়
তাই বাসি ভালো
সোনার আলো
পূবের আকাশ থেকে আলো মেলায়
অন্য আকাশে গিয়ে সিঁদুর ছড়ায়
পূবের আকাশ থেকে আলো মেলায়
অন্য আকাশে গিয়ে সিঁদুর ছড়ায়
সেই সিঁদুরের লালে
লাল এ বিকেল
সেই দেখে কালো রাত ঘোমটা সরায়
বিকেলের শেষ আলো একটু থাকো
গোধূলির ছায়া ফেলে যেয়ো নাকো
ও ও রাত যেন ছুটি নেয়
তোমার আলোয়
তাই বাসি ভালো
সোনার আলো



Credits
Writer(s): Madhu Mukherjee, Rituparna Ghosh
Lyrics powered by www.musixmatch.com

Link