Gaane Bhuban Bhoriye Debe

গানে ভুবন ভরিয়ে দেবে, ভেবেছিলো একটি পাখি
হঠাৎ বুকে বিঁধলো যে তীর, স্বপ্ন দেখা হলো ফাঁকি
গানে ভুবন ভরিয়ে দেবে, ভেবেছিলো একটি পাখি
হঠাৎ বুকে বিঁধলো যে তীর, স্বপ্ন দেখা হলো ফাঁকি
গানে ভুবন ভরিয়ে দেবে, ভেবেছিলো একটি পাখি

তাই গান শোনাতে হায় কণ্ঠ কেঁপে যায়
তাই গান শোনাতে হায় কণ্ঠ কেঁপে যায়
তারে হাসিমুখে যেতে দাও, শেষবার শুনে নাও
মনে রেখো, মনে রেখো তার এই শেষ গান

গানে ভুবন ভরিয়ে দেবে, ভেবেছিলো একটি পাখি

যার গান শুনে একদিন কণ্ঠে পরালে মালা
আজ তোমাদের সভা হতে তার বিদায় নেবার পালা
ঝরে কত তারা অলোকে, মনে রাখে বলো কে?
ঝরে কত তারা অলোকে, মনে রাখে বলো কে?
ছিলো কত সুখ বুকে তার, জানিবে না কেহ আর

মনে রেখো, মনে রেখো তার এই শেষ গান



Credits
Writer(s): Shyamal Mitra, Gouri Prasanna Majumdar
Lyrics powered by www.musixmatch.com

Link