Mone Pare Ruby Roy

এহে: হে: হে: হে: হে: - উ: উ: উ:
INSTRUMENTAL
মনে পড়ে, রুবি রায়
INSTRUMENTAL
মনে পড়ে রুবি রায়, কবিতায় তোমাকে
একদিন কত করে ডেকেছি
আজ, হায় রুবি রায়, ডেকে বল আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি!
মনে পড়ে রুবি রায়, কবিতায় তোমাকে
একদিন কত করে ডেকেছি,
আজ হায়! রুবি রায়, ডেকে বল আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি!
INSTRUMENTAL

রোদ জ্বলা দুপুরে, সুর তুলে নূপুরে
বাস থেকে তুমি যবে নাবতে
রোদ জ্বলা দুপুরে, সুর তুলে নূপুরে
বাস থেকে তুমি যবে নাবতে
একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে
সে কথা কি কোনো দিনও ভাবতে?
মনে পড়ে রুবি রায়, কবিতায় তোমাকে
একদিন কত করে ডেকেছি
আজ হায়! রুবি রায়, ডেকে বল আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি!

দীপ জ্বলা সন্ধ্যায়
INSTRUMENTAL
দীপ জ্বলা সন্ধ্যায় হৃদয়ের জানালায়
কান্নার খাঁচা শুধু রেখেছি
দীপ জ্বলা সন্ধ্যায় হৃদয়ের জানালায়
কান্নার খাঁচা শুধু রেখেছি
ও পাখি সে তো আসেনি তুমি ভালোবাসনি
স্বপ্নের জাল বৃথা বুনেছি

মনে পড়ে রুবি রায়, কবিতায় তোমাকে
একদিন কত করে ডেকেছি
আজ হায়! রুবি রায়, ডেকে বল আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি!
মনে পড়ে রুবি রায়?
মনে পড়ে রুবি রায়?



Credits
Writer(s): Sachin Bhowmick, Rahul Dev Burman
Lyrics powered by www.musixmatch.com

Link