O Bhramara Tui Jasne Sekhane

ভ্রমরা, ফুলের বনে মধু নিতে
অনেক কাঁটার জ্বালা
তুই যাসনে সেখানে
রূপের জালে জড়ালে তোর
আসবে দুঃখের পালা
তারে যে জানে সে জানে
ভ্রমরা, যাসনে সেখানে

ঢলঢল সোনা অঙ্গ রঙেতে দোলায়
অঞ্জন ঐ আঁখি দু'টি মনেরে ভোলায়
সেই ভুলেরই আগুনে যে ছাই হবে তোর মালা
সে জানে রূপের টানে

ভ্রমরা, যাসনে সেখানে

কালো কেশের বাহারে তার ঘন রাতের ছায়া
অধরে হাসির ছোঁয়া, নয়নেতে মায়া
কালো কেশের বাহারে তার, ঘন রাতের ছায়া
অধরে হাসির ছোঁয়া, নয়নেতে মায়া

ফুলে ফুলে দেহখানি যতনে সাজায়
চঞ্চল মঞ্জীর দু'টি চরণে বাজায়
সেই নূপুর গুঞ্জনে পরান উতলায়
বুঝি ডাকে গানে গানে

ভ্রমরা, যাসনে সেখানে

ভ্রমরা, ফুলের বনে মধু নিতে
অনেক কাঁটার জ্বালা
তুই যাসনে সেখানে
রূপের জালে জড়ালে তোর
আসবে দুঃখের পালা
তারে যে জানে সে জানে
ভ্রমরা, যাসনে সেখানে

ভ্রমরা...



Credits
Writer(s): Shyamal Mitra, Srishankar
Lyrics powered by www.musixmatch.com

Link