Ei Pathe Jay Chole Jhara Pata Jay Dale

এই পথে যায় চলে
ঝরা পাতা যায় দলে
ও কোন সুরে উতলা মন আমার
নয় সে কাছে, নয় সে দূরে
তবু জানি সে যে কার
এই পথে যায় চলে
ঝরা পাতা যায় দলে

এই যে পাখি গানে আনমনা
ওই যে সুরে মায়াজাল বোনা
এই যে পাখি গানে আনমনা

এই যে পাখি গানে আনমনা
ওই যে সুরে মায়াজাল বোনা
এই যে পাখি গানে আনমনা
এমনি করে রইবে তারা
চিরদিনই সেই তোমার

এই পথে যায় চলে
ঝরা পাতা যায় দলে

মনে মনে সেই কথা যে বাজে গুঞ্জরী
ফুল শাখে তারই ছোঁয়ায় ওঠে মঞ্জরী
মনে মনে সেই কথা যে বাজে গুঞ্জরী
ফুল শাখে তারই ছোঁয়ায় ওঠে মঞ্জরী

কোন সে মায়া নতুন পল্লবে
কার সে ছায়া জাগে দুর্লভে
কোন সে মায়া নতুন পল্লবে

কোন সে মায়া নতুন পল্লবে
কার সে ছায়া জাগে দুর্লভে
কোন সে মায়া নতুন পল্লবে
একটু ছোঁয়া রয় যে মিশে
ভীরু মনে কোন আশার

এই পথে যায় চলে
ঝরা পাতা যায় দলে
ও কোন সুরে উতলা মন আমার
নয় সে কাছে, নয় সে দূরে
তবু জানি সে যে কার
এই পথে যায় চলে
ঝরা পাতা যায় দলে
এই পথে যায় চলে
ঝরা পাতা...



Credits
Writer(s): Shyamal Mitra, Pabitra Mitra
Lyrics powered by www.musixmatch.com

Link