Amar Dukher Seema Nai - Original

দুঃখের সীমা নাই, দুঃখ কার কাছে জানাই
আমার সুখের স্বপন ভাঙলো রে চোরাই বালুচরে
সুখের স্বপন ভাঙলো রে চোরাই বালুচরে

হায়রে হায়...
প্রাণের দরদ দিয়া, বন্ধু, বাঁধিলাম যে বাসা রে
এ কী হইল দশা
সে ঘরও ভাঙিল আমার
সে ঘরও ভাঙিল আমার কপালভাঙা চরে রে
চোরাই বালুচরে

সুখের স্বপন ভাঙলো রে চোরাই বালুচরে

ভাসি আমি নয়ন জলে রে
কিবা আছে সান্ত্বনা গো আমার পোড়া কপালে
ভাসি আমি নয়ন জলে রে
কিবা আছে সান্ত্বনা গো আমার পোড়া কপালে

হায়রে হায়...
বুকের স্নেহ, চোখের মনি করলো চোরাই চুরিরে
মনদুঃখে মরি
কাঙ্গাল পরান শূন্য ভিটায়
কাঙ্গাল পরান শূন্য ভিটায় হায়রে কেঁদে মরে রে
চোরাই বালুচরে

সুখের স্বপন ভাঙলো রে চোরাই বালুচরে

দুঃখের সীমা নাই, দুঃখ কার কাছে জানাই



Credits
Writer(s): Salil Choudhury, Gouri Prasanna Majumdar
Lyrics powered by www.musixmatch.com

Link